হেফাজতে ইসলাম বাংলাদেশ জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ায় বাংলাদেশের মার্কিন দূতাবাস ঘেরাও করার ঘোষণা দিয়েছে। আগামী ১৩ই ডিসেম্বর ঘেরাও কর্মসূচি পালিত হবে। আজ শুক্রবার জুমার নামাজের পর সংগঠনটির আয়োজনে বিক্ষোভ মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে এ ঘোষণা দেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগর সভাপতি মাওলানা নূর হোসাইন কাসেমী। পরে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। বিক্ষোভ মিছিলে ডোনাল্ড ট্রাম্পের ছবিতে জুতোপেটা করে হেফাজতের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ৬ই ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প।
এ ঘোষণার পর থেকেই বিশ্ব জুড়ে সমালোচনার ঝড় উঠে।