আগামী ৯ ডিসেম্বর দিনটি পালন করেবে সংস্থাটি। “আসুন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই” এই প্রতিপাদ্য নিয়ে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সরকার ০৯ ডিসেম্বরকে ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস’ ঘোষণা করার পরিপেক্ষিতে দিনটিকে ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস’ হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নেয় দুদক। এছাড়া কমিশনের মিডিয়া সেন্টারে ৯ ডিসেম্বর হতে ১৪ ডিসেম্বর পর্যন্ত দুর্নীতিবিরোধী সর্বসাধারণের গণস্বাক্ষর কর্মসূচির ব্যবস্থা করা হবে।

২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘ। এর প্রেক্ষিতে দুদক ২০০৭ সাল থেকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন শুরু করে। দুদকের পক্ষ থেকে প্রতি বছর দিবসটি পালন করা হলেও দেশে সরকারিভাবে দিবসটি পালিত হতো না।

এ প্রেক্ষাপটে দুর্নীতি দমন কমিশন ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালনের অনুরোধ জানিয়ে ২০১৬ সালের ২৭ ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দেয়। এর প্রেক্ষিতে সরকার ২০১৭ সালের ১৮ জুলাই ৯ ডিসেম্বরকে ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস’ ঘোষণা করে।

দুর্নীতিবিরোধী দিবসের সকল কর্মসূচি বাস্তবায়ন নিয়ে বৃহস্পতিবার কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেন। তিনি বলেন, ‘দুর্নীতি দমন কমিশনের কর্মসূচিতে র‌্যালি বের করে মানুষের ভোগান্তি সৃষ্টি করা যাবে না, তাই র‌্যালি না করে দুর্নীতিবিরোধী মানববন্ধন করতে হবে। মানববন্ধনে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, এনজিও ও সামাজিক সংগঠনসহ নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীসহ সকল শ্রেণি ও পেশার মানুষের উপস্থিতি নিশ্চিত করতে হবে। স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের না আনাই সমীচীন।’

দুদক চেয়ারম্যান বলেন, ‘দুর্নীতি শুধু বাংলাদেশের একক কোনো সমস্যা নয়, এটি বৈশ্বিক সমস্যা। তাই জাতিসংঘ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী কনভেনশন গ্রহণ করেছে। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দুর্নীতিকে অন্যতম চ্যালেঞ্জ হিসেবে মনে করা হচ্ছে।’

জানা গেছে, দুর্নীতি দমন কমিশন এ বছর ‘‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০১৭’’ উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে। উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে ৯ ডিসেম্বর সকাল সোয়া নয়টায় কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ কমিশনের সামনের সড়কে শান্তির প্রতীক পায়রা ও ফেস্টুন উড়িয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের উদ্বোধন ঘোষণা করবেন।

উদ্বোধনের পরপরই কমিশনের মিডিয়া সেন্টারের রক্ষিত রেজিস্ট্রারে নিজ স্বাক্ষরের মাধ্যমে দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করবেন দুদক চেয়ারম্যান। রেজিস্ট্রারটি ৯ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সর্বসাধারণের স্বাক্ষরের জন্য উন্মুক্ত থাকবে।

সকাল দশটায় কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের নেতৃত্বে কমিশনের প্রধান কার্যালয় ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, দুদকের প্যানেল আইনজীবী, ঢাকা মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, গার্ল গাইডস, বয়েজ স্কাউট, আনসার ও বিএনসিসি’র সদস্যগণসহ সর্বস্তরের সাধারণ মানুষ নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হবে।

সেদিন বেলা ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। এছাড়া শিশুপার্ক, গুলিস্থান ও ফার্মগেটসহ জনসমাগম হয় এমন স্থানে দুর্নীতিবিরোধী তথ্যচিত্র প্রদর্শন করা হবে।

একই সাথে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের প্রতিটি মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে মানববন্ধন, আলোচনা সভা, তথ্য চিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক  অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031