দুর্নীতি দমন কমিশন (দুদক) বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদ করছে। ঋণ কেলেঙ্কারির ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় বাচ্চু দুদক কার্যালয়ে আসেন। পরে পৌনে ১১টা থেকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। এর আগে ব্যাংকটির ১০ জন পরিচালককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ বিষয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে মামলা করা হবে। তবে নিজেকে নির্দোষ দাবি করেছেন আব্দুল হাই বাচ্চু।
২০১২ সালের এপ্রিল থেকে ২০১৩ সালের মার্চ পর্যন্ত আবদুল হাই বাচ্চুর নেতৃত্বাধীন পর্ষদ মাত্র ১১ মাসে নজিরবিহীন ৩ হাজার ৪৯৩ কোটি ৪৩ লাখ টাকা বিভিন্ন জনকে ঋণ হিসেবে দেয়। বাংলাদেশ ব্যাংক বলেছিল, ‘৪০টি দেশীয় তফসিলি ব্যাংকের কোনোটির ক্ষেত্রেই পর্ষদ কর্তৃক এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া পরিলক্ষিত হয় না। এই ঋণ আদায়ের সম্ভাবনাও কম।’ পরে গত ২৩শে ডিসেম্বর এই ঘটনায় বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুসহ পরিচালনা পর্ষদের ১১ জনকে জিজ্ঞাসাবাদ করতে নোটিশ দেয় দুদক।
২০১২ সালের এপ্রিল থেকে ২০১৩ সালের মার্চ পর্যন্ত আবদুল হাই বাচ্চুর নেতৃত্বাধীন পর্ষদ মাত্র ১১ মাসে নজিরবিহীন ৩ হাজার ৪৯৩ কোটি ৪৩ লাখ টাকা বিভিন্ন জনকে ঋণ হিসেবে দেয়। বাংলাদেশ ব্যাংক বলেছিল, ‘৪০টি দেশীয় তফসিলি ব্যাংকের কোনোটির ক্ষেত্রেই পর্ষদ কর্তৃক এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া পরিলক্ষিত হয় না। এই ঋণ আদায়ের সম্ভাবনাও কম।’ পরে গত ২৩শে ডিসেম্বর এই ঘটনায় বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুসহ পরিচালনা পর্ষদের ১১ জনকে জিজ্ঞাসাবাদ করতে নোটিশ দেয় দুদক।