ঢাকা উত্তর সিটি করপোরেশন(ডিএনসিসি) সদ্য প্রয়াত মেয়র আনিসুল হকের কর্মজীবনের স্মৃতি বিজরিত অফিস কক্ষ রেকর্ড করতে গণমাধ্যমের জন্য খুলে দিচ্ছে । সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এই কক্ষ পরিদর্শন ও রেকর্ড করতে পারবেন গণমাধ্যম কর্মীরা।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মেয়র সাহেবের কর্মজীবনের অনেক স্মৃতি রয়েছে এ রুমে। নগরের উন্নয়নের অনেক পরিকল্পনা ও উদ্যোগ এ রুম থেকে করেছেন। তিনি ছুটিতে বিদেশ যাওয়ার আগেও এ রুমে নগর উন্নয়নের নির্দেশনা দিয়েছিলেন।
তাই তার রাখা স্মৃতিগুলো রেকর্ড করে রাখতে ঘণ্টাব্যাপী গণমাধ্যমের জন্য খোলা রাখা হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেয়র আনিসুল হক। গতকাল শনিবার তার মরদেহ দেশে আনার পর আর্মি স্টেডিয়ামে শেষ শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এরপর বিকালে বাদ আসর বনানীর কবরস্থানে এই নগরপিতাকে মায়ের কবরের পাশে দাফন করা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেয়র আনিসুল হক। গতকাল শনিবার তার মরদেহ দেশে আনার পর আর্মি স্টেডিয়ামে শেষ শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এরপর বিকালে বাদ আসর বনানীর কবরস্থানে এই নগরপিতাকে মায়ের কবরের পাশে দাফন করা হয়।