মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজধানীর কুইন মেরি স্কুল অ্যান্ড কলেজের মালিক শাহ জামালকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে । শনিবার দিবাগত রাত দেড়টায় অভিযান চালিয়ে প্রগতি সরণি থেকে আটক করা হয়। এ সময় শাহ জামালের গাড়ি তল্লাশি করে পাওয়া যায় ৬ হাজার ৬০০ ইয়াবা।
গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম শিকদার মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করে জানান, শাহ জামাল একজন কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি এ অপকর্মের সঙ্গে সম্পৃক্ত আছেন।
তিনি আরো জানান, শাহ জামালের মালিকানাধীন স্কুলটি রাজধানীর একটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের মালিক হিসেবে শাহ জামাল সমাজের বিভিন্ন প্রভাবশালী মহলে চলাফেরা করতেন।
তার কলেজ ভবনের ওপরে একটি বিলাসবহুল ফ্ল্যাটে তিনি রংমহল খুলে বসেছিলেন।