পবিত্র ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুস শুরু হয়েছে মুসলিমধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান । নগরীর ষোলশহরে জামেয়া আহম্মদিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে মহানবীর বংশধর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ’র নেতৃত্বে এ জুলুস বের হয়।
শনিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় থেকে শুরু হয়েছে এ জশনে জুলুস।
আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় জুলুসে আরও রয়েছেন শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ ও সৈয়্যদ মুহাম্মদ হামেদ শাহ।
জামেয়া আহম্মদিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে জুলুশটি শুরু হয়ে বিবিরহাট, মুরাদপুর, মির্জারপুল, কাতালগঞ্জ হয়ে অলিখাঁ মসজিদ চকবাজার, প্যারেড ময়দানের পূর্বপাশ, চন্দনপুরা, সিরাজুদ্দৌলা সড়ক, দিদার মার্কেট, দেওয়ান বাজার, আন্দরকিল্লা, মোমিন রোড, কদম মোবারক, চেরাগি পাহাড়, জামালখান, প্রেসক্লাব, খাস্তগীর স্কুল, গণি বেকারি, চট্টগ্রাম কলেজ, প্যারেড ময়দানের পশ্চিম পাশ হয়ে পুনরায় কাতালগঞ্জ, মুরাদপুর, বিবিরহাট প্রদক্ষিণ পূর্বক জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ফিরে ।
জামেয়া ময়দানে দুপুর ১২টায় মাহফিল এবং মাহফিল শেষে জোহর নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়।