পুলিশ দেড় হাজার পিস ইয়াবাসহ ৩ যুবককে আটক করেছে। শনিবার (২ ডিসেম্বর) ভোর সোয়া ৫টার দিকে নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক হয়েছেন কক্সবাজার জেলার টেকনাফের হাবিবপাড়া এলাকার লোকমান হাকিমের ছেলে আবু সৈয়দ (২৫), পটুয়াখালী জেলার বাউফলের দাশপাড়া এলাকার আফজল হোসেন ভূইয়ার ছেলে মো. খলিল (৩০) ও ব্রাক্ষণবাড়িয়া জেলার রবিন নগরের কুড়িঘর এলাকার আলিম উদ্দিনের ছেলে আবদুল আলিম।
বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার অপারেটর মো. হুমায়ুন কবির জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা শহরমূখী একটি গাড়ি থেকে নেমে নতুন ব্রিজের পুলিশ বক্সের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলো ৩ যুবক। ওই এলাকায় দায়িত্বরত থানার এসআই জামাল উদ্দিনের নেতৃত্বে এসময় তাদের সন্দেহজনকভাবে তল্লাশি চালানো হলে, তাদের কাছ থেকে ১৫০০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।