মোটর সাইকেল চালাতে গিয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামাল উদ্দিন গুরুত্বর আহত হয়েছেন বোয়ালখালীতে ।
তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাস রানা।
জানা গেছে, শুক্রবার (১ ডিসেম্বর) নতুন মোটর সাইকেল কিনে আনেন এএসআই কামাল উদ্দিন। ওইদিন রাত ১০টার দিকে থানা থেকে বের হওয়ার সময় থানা প্রাঙ্গনেই তা উল্টে গুরুতর আহত হন কামাল। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।