পরনিন্দাও এক ধরণের সন্ত্রাসবাদ। এতে মানব সম্প্রদায়ের শান্তি বিনষ্ট হয়। ঢাকার তেজগাঁওয়ে প্রাচীন রোজারি চার্চে খ্রিস্ট ধর্মযাজকদের এক জমায়েতে এ কথা বলেছেন পোপ ফ্রান্সিস। পোপ বলেন, মানুষ যখন অন্যদের নিয়ে খারাপ কথা বলে, তারা সেগুলো বলে তাদের পেছনে। এটা ওই সন্ত্রাসীদের মতো যারা বলে না যে তারা সন্ত্রাসী কিন্তু পেছনে রেখে যায় প্রাণঘাতী বোমা। এরপর অপর আরেকজন ফের ওই একই পরনিন্দা শুরু করে।
এই উদাহরণ টেনে পোপ বলেন, অন্যদের নিয়ে বাজে কথা বললে অবিশ্বাস ও বিভক্তি সৃষ্টি হয় যা এক পর্যায়ে শান্তি বিনষ্ট করে।
পোপ প্রত্যেককে সংযমী হতে এবং যে কোন সমস্যা সমাধানের জন্য সততার সঙ্গে ও খোলামেলা কথা বলার পরামর্শ দেন। পোপ বলেন, ‘নিজেদের জিহ্বা সংবরন করুন। চেষ্টা করুন আনন্দ ও শান্তির উদ্যোম ধারণ করার।’
তিন দিনের সফরে ৩০শে নভেম্বর বাংলাদেশে আসেন পোপ ফ্রান্সিস। আজ বিকালে রোমের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি।
পোপ প্রত্যেককে সংযমী হতে এবং যে কোন সমস্যা সমাধানের জন্য সততার সঙ্গে ও খোলামেলা কথা বলার পরামর্শ দেন। পোপ বলেন, ‘নিজেদের জিহ্বা সংবরন করুন। চেষ্টা করুন আনন্দ ও শান্তির উদ্যোম ধারণ করার।’
তিন দিনের সফরে ৩০শে নভেম্বর বাংলাদেশে আসেন পোপ ফ্রান্সিস। আজ বিকালে রোমের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি।