দক্ষিণ কলকাতার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষকের বিরুদ্ধে এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে৷
বৃহস্পতিবার বাঘাযতীনের বাসিন্দা, বছর চারেকের শিশুটি স্কুল থেকে ফেরার পরেই গোপনাঙ্গে যন্ত্রণার কথা জানায় তার মা-কে৷ গোপনাঙ্গ থেকে রক্তও পড়তে দেখা যায়৷ সঙ্গে সঙ্গে শিশুটিকে নিয়ে যাওয়া হয় পারিবারিক চিকিৎসকের কাছে৷ পরিবারের তরফে নেতাজিনগর থানায় যাওয়া হয়।
কিন্তু যেহেতু স্কুলটি যাদবপুর থানা এলাকার অন্তর্গত, সেহেতু নেতাজিনগর থানার পুলিশই রাতে ওই পরিবারটিকে যাদবপুরে নিয়ে যায়৷ সেখান থেকে শিশুটিকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে৷ কিন্তু প্রয়োজনীয় অভিযোগপত্র পুলিশের সঙ্গে না-থাকায়, মাঝরাতে শিশুটিকে নিয়ে ফের যাদবপুর থানায় আসতে হয়৷
শিশুটির পরিবারের দাবি, থানায় তাকে পিটি টিচারের ছবি দেখানো হলে, সে চিহ্নিত করতে পারে৷ এরপরেই ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়৷ রাতে শিশুটির মেডিকেল পরীক্ষাও করা হয়েছে৷স্কুলের প্রধান শিক্ষিকার কাছ থেকে অভিযুক্ত শিক্ষকের ফোন নম্বর, ঠিকানা নিয়ে রাতেই তাকে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এই ঘটনায় সকাল থেকেই বিক্ষোভের আগুন জ্বলে ওঠে স্কুল চত্বরে। স্কুলে শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
সূত্র: এই সময়