চেতনানাশক স্প্রে করে এক পরিবারের ৪ সদস্যকে অজ্ঞান করে টাকা ও ১২ ভরি স্বর্নালংকারসহ ১০ লাখ টাকার মালামাল লুট নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল জানালা দিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে। ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার গভীর রাতে পৌর এলাকার আলতাফ গোলন্দাজ ডিগ্রী কলেজ সংলগ্ন একটি বাড়িতে। আজ বুধবার সকালে অজ্ঞান অবস্থায় ৪জনকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাড়ির মালিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে সংঘবদ্ধ চোরের দল পৌর এলাকার আলতাফ গোলন্দাজ ডিগ্রী কলেজ সংলগ্ন মাহবুবুল ইমনের বাসার ৪ ভাড়াটেকে প্রথমে জানালা দিয়ে চেতনা নাশক স্প্রে ব্যবহার করে অচেতন করে। পরে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ঘরের আলমারিতে থাকা নগদ দুই লাখ টাকা, ১২ ভরি স্বর্নালংকার ও অন্যান্যে মালামালসহ ১০ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। সকালে বাড়ির মালিক ভাড়াটেদের কোনো সাড়া শব্দ না পেয়ে খোঁজ নিয়ে দেখেন বাড়ির সবাই অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। এ সময় স্থানীয়দের সহায়তায় ভাড়াটে নূরুল আমীন (৬৫) তার স্ত্রী রেখা আক্তার (৫০), মেয়ে ফাতেমা আক্তার তুলি (৩০) ও মুসকানকে (১০) অজ্ঞান অবস্থায় উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |