পিওটরসহ চার ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতারের আগেই ক্রেডিট ও ডেবিট কার্ড জালিয়াতি করে ২৬ হাজার ডলার নিয়ে দুই বিদেশি বাংলাদেশ থেকে পালিয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।
রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এদের মধ্যে একজন রোমানিয়া এবং অপরজন ইউক্রেনের নাগরিক।
মনিরুল ইসলাম বলেন, ব্যাংক জালিয়াতির ঘটনায় জার্মান নাগরিক পিওটরসহ ৪ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। জিজ্ঞাসাবাদে পিওটর দুই বিদেশি জড়িত থাকার কথা বলেছিল। তার দেওয়া তথ্য যাচাই-বাছাই করে আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি। ব্যাংক জালিয়াতির বিষয়টি জানাজানি হওয়ার আগেই তারা বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। মনিরুল ইসলাম আরো বলেন, জিজ্ঞাসাবাদে শনিবার (০৫ মার্চ) পিওটর নতুন একটি বেসরকারি ব্যাংক থেকে ৫১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছে। শনিবার একটি কাপড়ের দোকান থেকে আমরা সেই টাকা উদ্ধার করি।
প্রথমে আমরা ধারণা করেছিলাম ব্যাংক জালিয়াতি করে ৫-৬ কোটি টাকার হাতিয়ে নেওয়া হয়েছে। তবে তদন্তের এ পর্যায়ে আমাদের মনে হচ্ছে টাকার অংক আরো বাড়তে পারে। টাকা আত্মসাতের ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ আরো কয়েকটি মামলা করবে বলে জানান মনিরুল ইসলাম।
গ্রেফতার ৪ জনের দ্বিতীয় দফা রিমান্ড শেষ হয়েছে। রোববার তাদের আদালতে হাজির করে আবার রিমান্ড চাওয়া হবে বলে জানান তিনি।
এর আগে ব্যাংক জালিয়াতির ঘটনায় জার্মান নাগরিক পিওটরসহ সিটি ব্যাংকের কার্ড ডিভিশনের তিন কর্মকর্তাকে গ্রেফতার করে ডিবি।