ব্রিটিশ যুবরাজ প্রিন্স হ্যারি মার্কিন অভিনেত্রী মেগান মার্কলকে বিয়ে করছেন । বাগদান হয়ে গেছে এ মাসেই। বিয়ে আগামী বছর।
হ্যারির পরিবার থেকে গতকাল সোমবার এক বিবৃতিতে ছোট ছেলের বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।
ওই বিবৃতিতেই এ মাসের শুরুর দিকে হ্যারির (৩৩) সঙ্গে মার্কলের (৩৬) বাগদান সম্পন্ন হওয়ার কথা জানানো হয়।
‘প্রিন্স হ্যারি মহামান্য রানি এবং পরিবারের ঘনিষ্ঠ অন্যান্য সদস্যদের এ খবর দিয়েছেন। তিনি মার্কলের বাবা-মার আশীর্বাদও নিয়েছেন’- বিবৃতিতে বলা হয়।
পরষ্পরের বন্ধুদের মাধ্যমে ২০১৬ সালের জুলাইয়ে এ জুটির পরিচয় হয়। মার্কলের আগে একবার বিয়ে হয়েছিল।
মার্কিন টিভি সিরিজ ‘ফ্রিঞ্জ’ ও ‘স্যুটস’য়ে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া মেগান মার্কল বয়সে প্রিন্স হ্যারির চেয়ে তিন বছরের বড়। সেপ্টেম্বরেই তারা জুটি হিসাবে প্রথম জনসম্মুখে আসেন।
ভ্যানিটি ফেয়ার’কে দেয়া এক সাক্ষাৎকারে প্রিন্স হ্যারিকে নিজের ‘বয়ফ্রেন্ড’ সম্বোধন করে মার্কল বলেছিলেন,’;আমরা পরষ্পরকে ভালোবাসি এবং এ সম্পর্ক নিয়ে আমরা খুশি। গণমাধ্যমকে লুকিয়ে আমরা ছয় মাস প্রেম করেছি। এরপর সব কিছু জানাজানি হয় এবং হঠাৎ করেই সবার আচরণ বদলে যেতে শুরু করে।’
মার্কলের বাবা টমাস মার্কলে এবং মা ডোরিয়া র্যাগল্যান্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা মার্কল ও হ্যারিকে নিয়ে দারুণ খুশি। আমাদের মেয়ে সবসময়ই একজন দয়ালু ও ভালোবাসাপূর্ণ মানুষ। হ্যারিও একই গুণের অধিকারী। তাদের দুজনকে এক হতে দেখা বাবা-মা হিসেবে আমাদের জন্য দারুণ আনন্দের। আর্শীবাদ করি তারা আজীবন সুখে-শান্তিতে থাকুক। আমরা তাদের ভবিষ্যৎ যুগল জীবন নিয়ে দারুণ উচ্ছ্বসিত।’