বাংলাদেশি এক ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যানসাসের উচিটা শহরে হাসান রহমান নামে। গত ২৫ নভেম্বর রাতে তাকে হত্যা করা হয়। খবর এনার। কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি।
গতকাল সোমবার উটিচা পুলিশ সংবাদ সম্মেলন করে হত্যাকাণ্ডের খবর নিশ্চিত করেছে।
সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তারা জানান, উচিটা শহরের সেন্ট্রাল রক রোডের পাশে ৭৮০০ পেজন্ট লাইভ ওক স্ট্রিট অ্যাপার্টমেন্টের সামনে একটি গাড়িতে ২৬ বছরের যুবকের লাশ পাওয়া যায়।
পুলিশ জানায়, নিহত যুবক পিৎজাহাটে ডেলিভারির কাজ করতেন। ঘটনার দিন পিৎজা ডেলিভারি দিয়ে নির্দিষ্ট সময়ে না ফেরার কারণে পিৎজা স্টোর কর্তৃপক্ষ স্থানীয় পুলিশকে অবহিত করে। পুলিশ গত ২৬ নভেম্বর সকালে গাড়ি থেকে তার লাশ উদ্ধার করে।
দুর্বৃত্তরা হাসানকে গুলি করে হত্যার পর গাড়ির ট্যাংকে লাশ ঢুকিয়ে ওক স্ট্রিট অ্যাপার্টমেন্টের সামনে রেখে চলে গেছে বলে ধারণা পুলিশের। খুনিদের ধরতে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে পুলিশ।
জানা গেছে, হাসানের গ্রামের বাড়ি গাজীপুরের চৌরাস্তা টেরিপাড়ায়। উচ্চ শিক্ষার জন্য সাত বছর আগে যুক্তরাষ্ট্রে যান তিনি। বাটলার কম্যুনিটি কলেজ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার শেষ করেছেন। আগামী সেশনে ক্যানসাস ইউনিভার্সিতে ভর্তি হওয়ার কথা ছিল তার।
ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে সোমবার নিহতের সহপাঠীরা দাফনের জন্য হাসানের মরদেহ বাংলাদেশে পাঠিয়েছে। হাসানের মৃত্যু খবর ছড়িয়ে পড়লে ক্যানসাস বাংলাদেশি কম্যুনিটিতে শোকের ছায়া নেমে আসে