মিস ইউনিভার্স-২০১৭ এর বিজয় মুকুট উঠলো দক্ষিণ আফ্রিকার ডেমি-লি নিল-পিটাসের্র মাথায়। রোববার লাস ভেগাস স্ট্রিপের প্লানেট হলিউড ক্যাসিনো রিসোর্টের এক্সিস থিয়েটারে অনুষ্ঠিত প্রতিযোগিতায় এই ফলাফল ঘোষণা করা হয়। বিজয়ীকে মুকুট পরিয়ে দেন গত বছরের ‘মিস ইউনিভার্স’ ইরিশ মিতনেয়ার। ২২ বছর বয়সী ডেমি মিস ইউনিভার্সের মুকুটের সঙ্গে পুরস্কার হিসেবে পেয়েছেন নিউ ইয়র্ক সিটিতে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। এবারের মিস ইউনিভার্সের ফার্স্ট রানার আপ হয়েছেন ২২ বছর বয়সী ‘মিস কলম্বিয়া’ লরা গঞ্জালিজ। আর দ্বিতীয় রানারআপ ২১ বছর বয়সী ‘মিস জ্যামাইকা’ ডেভিনা ব্যানেট।

 বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৯২ জন প্রতিযোগী এবারের ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় অংশ নেন। গত বছর এই মুকুট জিতেছিলেন ফ্রান্সের ইরিশ মিতনেয়ার। দক্ষিণ আফ্রিকার পশ্চিম কেপ রাজ্যে বড় হয়েছেন ডেমি-লি নিল-পিটার্স। তার জন্ম ১৯৯৫ সালে। সমপ্রতি তিনি নর্থ-ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ব্যবস্থাপনা বিষয়ে ডিগ্রি নিয়েছেন। পড়াশোনার পাশাপাশি ডেমি নারীদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেন। তিনি ‘মিস সাউথ আফ্রিকা’ হওয়ার এক মাস পরই একবার অপহৃত হয়েছিলেন। কিন্তু পিস্তলের সামনে মাথা নত করেননি এই সুন্দরী। বরং এই ঘটনার পর আত্মরক্ষার কৌশল শেখার নেশা তাকে আরো পেয়ে বসে। সাহসী ডেমি দক্ষিণ আফ্রিকার মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখান এবং তাদের স্বাবলম্বী হতে উৎসাহিত করেন। ‘মিস ইউনিভার্স’ অনুষ্ঠানের আসরে তিনি বলেন, এখনো অনেক দেশে একই পরিশ্রমে পুরুষদের চেয়ে নারীদের কম পারিশ্রমিক দেয়া হয়। এটি একদম উচিত না। পারিশ্রমিক থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে নারী-পুরুষের সম-অধিকার প্রতিষ্ঠা হওয়া উচিত।
Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031