দুদক জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে ব্যবসায়ী ও শিল্পপতি এম এন এইচ বুলুকে আজ জিজ্ঞাসাবাদ করেছে। দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে আজ সকালে তাকে জিজ্ঞাসাবাদ করেন উপ-পরিচালক মো.সামছুল ইসলাম ও ওয়াকিল আহমেদ। দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্রাচার্য্য সত্যতা নিশ্চিত করে বলেন, এম এন এইচ বুলুর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠায় কমিশন তদন্ত শুরু করে এবং তাকে তার যাবতীয় স্থাবর অস্থাবর সম্পদের বিবরনী দুদকে দাখিল করার নির্দেশ দেয়া হয়। পরে তিনি তার স্থাবর অস্থাবর সম্পদ মিলিয়ে মোট ৩১৮ কোটি টাকার বিবরনী দুদকে দাখিল করেন। তারপর দুদক তদন্ত কার্যক্রম শুরু করে। এরই অংশ বিশেষ গত ২২শে নভেম্বর সুষ্ট তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ২৬শে ডিসেম্বর (আজ) দুদক কার্যালয়ে হাজির হওয়ার জন্য একটি চিঠি দেয়া হয়।
প্রণব বলেন, মুলত এম এন এইচ বুলুর দাখিল করা সম্পদের বিবরনী সঠিক কিনা এবং এর বাইরে কোন সম্পদ আছে কিনা এসব তথ্য জানার জন্য তাকে তলব করা হয়েছে।