প্রতিযোগিতা এটাও একটা সৌন্দর্য । ঠিক যেমন আর পাঁচটা সৌন্দর্য প্রতিযোগিতা হয়। বিভিন্ন ধরনের আউটফিটে সেজেগুজে রেডি প্রতিযোগীরা। এক-এক করে নাম ডাকা হতেই ক্যাটওয়াক শুরু। পার্থক্য শুধু একটাই। এই সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজনের পুরোটাই হয়েছে জেলের ভিতর।
ব্রাজিলের রিও ডি জেনেইরোতে মহিলাদের জেলে আয়োজন করা হয় এই সৌন্দর্য প্রতিযোগিতার।
কমপক্ষে ১০ জন মহিলা বন্দি অংশ নেই এই সৌন্দর্য প্রতিযোগিতায়। তাদের আবেদন, সৌন্দর্য ও উপস্থাপনার ভিত্তিতে হয় চুলচেরা বিচার। ডাকাতির অভিযোগে দোষী সাব্যস্ত মায়ানা আলভসের মাথায় ওঠে সেরার মুকুট।
তবে এটাই প্রথমবার নয়। রিও ডি জেনেইরোর জেলে এর আগেই মহিলা বন্দিদের জন্য সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ। জেল কর্তৃপক্ষের মতে, নিজেদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে ও ইতিবাচক মনোভাব আনতেই এই উদ্যোগ।
তবে এটাই প্রথমবার নয়। রিও ডি জেনেইরোর জেলে এর আগেই মহিলা বন্দিদের জন্য সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ। জেল কর্তৃপক্ষের মতে, নিজেদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে ও ইতিবাচক মনোভাব আনতেই এই উদ্যোগ।