রাজনীতিবিদরা দুর্নীতি না করলে দেশ থেকে দুর্নীতি অনেক কমে যাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন । আজ শনিবার সকালে বিএমএ মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি সংখ্যাতত্ত্বের দিকে যাচ্ছে। বিএনপিতে ভবিষ্যতবাণী করার লোক বেশি। ৩০ সিট আওয়ামী লীগ নয় বিএনপি পাবে। তিনি বলেন, সততাই আওয়ামী লীগের বড় সম্পদ। শেখ হাসিনার সততা যোগ্যতার বিষয়ে দেশের মানুষ আস্থাশীল যার ওপর ভিত্তি করে আওয়ামী লীগ আগামী নির্বাচনের অন্যদের পরাজিত করবে।
এসময় তিনি রংপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হবে বলেও আশা প্রকাশ করেন।