৩১ তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন শীতের আগমনে কবিতা ও গান অনুষ্ঠান করতে যাচ্ছে । শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলন চত্বরে অনুষ্ঠিত হবে ৩১তম বিসিএসের এই আয়োজনটি।
শীতের আগমন- কবিতা আর গান শিরোনামের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি নির্মলেন্দু গুণ।
আয়োজনের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মো. আখতারুজ্জামান।
কবিতা আবৃত্তি ও গান পরিবেশনা করবেন ৩১ তম বিসিএসের বিভিন্ন ক্যাডারের সদস্যরা। এছাড়া চ্যানেল আই সেরা কণ্ঠশিল্পী আশিক গান পরিবেশনা করবেন।
অনুষ্ঠানে সবাইকে যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন ৩১ তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল হাদী।