শতাধিক রোহিঙ্গা এপারে প্রবেশ করেছে বাংলাদেশ মিয়ানমার সমঝোতা স্বাক্ষর হওয়ার পরও । টেকনাফের শাহপরীর দ্বীপের দক্ষিণপাড়া, জালিয়াপাড়া, পশ্চিমপাড়াসহ বিভিন্ন সীমান্ত পয়েন্ট এসব রোহিঙ্গারা এসেছে। ২৪ শে নভেম্বর শুক্রবার সকাল থেকে শাহপরীর দ্বীপের বিভিন্ন সীমান্ত পয়েন্ট হয়ে আসা ৮৫ জন রোহিঙ্গা নারী পুরুষকে তালিকাভুক্ত করা হয়েছে। তাঁদের ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ছাড়া রাতের আধাঁরে ট্রলার বা ছোট ছোট ইঞ্জিন চালিত বোট কতিপয় দালাল চক্রের মাধ্যমে টেকনাফের বাহারছড়া বঙ্গোপসাগরের উপকূল হয়ে অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারীর দাবী জানিয়েছেন এলাকাবাসী।
পালিয়ে আসা রোহিঙ্গারা জানান, মিয়ানমার সেনাবাহিনী নির্যাতনের ধরণ পাল্টিয়েছে। মানসিক ও শারিরীক নির্যাতন এখনো অব্যাহত রেখেছে। গতকাল মিয়ানমারের রাজধানী নেপিডোতে সমঝোতা স্মারক সই হওয়ার পরেও রোহিঙ্গা অনুপ্রবেশ হওয়ায় এলাকাবাসীদের মাঝে নানা আলোচনা ও সমালোচনা চলছে।