পুলিশ অভিযান চালিয়ে বিউটি আকতার (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে । বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ভোররাতে নগরীর বাকলিয়া থানার মাস্টারপোলের খেজুরতলী এলাকা থেকে ৩৫২ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
বিউটি কুমিল্লার মুরাদনগর থানার কাজিয়াতুল এলাকার আমির হোসেনের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার এএসআই মাধব মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে খেজুরতলীর মিন্টু মিয়ার কলোনিতে অভিযান চালানো হয়েছে। অভিযানে ওই এলাকার মাদক ব্যবসায়ী বিউটি আকতারকে ৩৫২ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা্ দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।