১০ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে যশোর জেলা স্পেশাল জজ নিতাই চন্দ্র সাহার বিরুদ্ধে দুর্নীতি মামলার আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে যশোর শহরের বেজপাড়া এলাকার বাসিন্দা আইনজীবী সহকারী নির্মল কান্তি বৈরাগী বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালতে এ আবেদন করেন।
মামলার আবেদনে বাদীর অভিযোগ, একটি মামলার রায় পক্ষে দেয়ার চুক্তিতে গত আগস্ট মাসে দুই দফায় ১০ লাখ টাকা গ্রহণ করেন জেলা স্পেশাল জজ নিতাই চন্দ্র সাহা। কিন্তু শুনানির দিন আসামিদের খালাস প্রদান না করিয়া পুনরায় রায়ের দিন ধার্য করেন। পরে আরো ১০ লাখ টাকা ঘুষ দাবি করিলে তাতে সম্মত না হয়ে প্রদেয় টাকা ফেরৎ চাইলে তিনি (নিতাই সাহা) দিতে অস্বীকৃতি জানিয়ে গত ১১ই অক্টোবর ওই মামলার ৬ জন আসামিকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। পরে আবারো ঘুষের টাকা ফেরৎ চাইলে তিনি টালবাহানা করে আসছেন।
আদালত বাদীর লিখিত অভিযোগটি গ্রহণ করে তা মামলা আকারে রেকর্ড করা হবে কিনা সে বিষয়ে আগামী ২৮শে নভেম্বর ধার্য তারিখ নির্ধারণ করেছেন বলে কোট সূত্রে জানা গেছে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |