শেরপুরে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের হুইপ শেরপুর-১ আসনের সাংসদ আতিউর রহমান আতিককে হত্যা ও কটূক্তির অভিযোগে শেরপুর সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষাথী সুলতানকে গাজীপুরের কোনাবাড়ী থেকে আটক করেছে ডিবি পুলিশ।
সুলতান ঝিনাইগাতী উপজেলার জোলগাঁও গ্রামের জমির উদ্দিনের ছেলে বলে পুলিশ জানিয়েছে।
গোয়েন্দা শাখা সাব-ইন্সপেক্টর জোবায়ের খালিদ জানান, গত জুন মাসে সুলতান ফেসবুকে ‘আবুল মিয়া (ডন)’ নামে ভুয়া আইডি ব্যবহার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হুইপ আতিককে হত্যার হুমকিসহ অশালীন ভাষায় কটূক্তি করে। পরে বিষয়টি পুলিশের নজরে এলে গোয়েন্দা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে গাজীপুরের কোণাবাড়ির ডেলটা এলাকা থেকে সুলতানকে বৃহস্পতিবার ভোর রাতে আটক করে শেরপুর নিয়ে আসে। তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে এবং তথ্য প্রযুক্তি আইনে মামলার প্রক্রিয়া চলছে।