নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন । আজ বুধবার সকালে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। উপজেলা নির্বাচন কমিশন এই অনুষ্ঠানের আয়োজন করে। এসময় নির্বাচন কমিশনার আরো বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে সুষ্ঠু ভোট ও নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই যথেষ্ট। যদি প্রয়োজন হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের যা যা করা প্রয়োজন, আমরা সবই করব। অনুষ্ঠানে সাংসদ ডা. এনামুর রহমান, নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ সাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২১শে ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।