বিচার শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)’র দুবাইয়ে বাংলাদেশি এক প্রবাসী শ্রমিককে ‘যৌন ও শারীরিক নির্যাতনের’ অভিযোগে মিশরের এক নাগরিকের। আজ রবিবার খালিজ টাইমস এ সংবাদ প্রকাশ করে।
আদালতের প্রথম শুনানিতে বলা হয়, গত ২ মে কাজে সহযোগিতার কথা বলে ৩২ বছর বয়সী ঐ বাংলাদেশি শ্রমিককে নির্মাণাধীন একটি বহুতল ভবনের বেজমেন্টে নিয়ে যায় অভিযুক্ত মিশরীয় ফোরম্যান(৬৮)। সেখানে তাকে যৌন হয়রানি করে ঐ মিশরীয় নাগরিক। তবে আদালতে এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মিশরীয় ফোরম্যান।
আল রাশিদিয়া পুলিশ স্টেশনে মিশরীয় নাগরিকের বিরুদ্ধে মামলা করেন ঐ বাংলাদেশি শ্রমিক।
বাংলাদেশি ঐ শ্রমিক জানান, আল গারহাউদ এলাকায় একটি নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করার সময় তার সঙ্গে এই ঘটনা ঘটে।
৫০ বছর বয়সী মিশরীয় এক প্রকৌশলী জানান, সাইটে কিছু সমস্যার কথা তিনি শুনেছেন। বেশ কয়েকজন শ্রমিকের ঐ ফোরম্যানের সঙ্গে বনিবনা হচ্ছিল না।
তিনি আরও বলেন, ‘এরপর আমি একজন শ্রমিকের কাছ থেকে শুনেছি সে তার ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে যৌন নির্যাতনের শিকার হয়েছে। প্রথমে আমি ঘটনাটি বিশ্বাস করিনি। পরে হোয়াটসঅ্যাপে একটি ভিডিও পাঠায় সে। আমি তখন অভিযুক্তের সঙ্গে কথা বলি। অভিযুক্ত দাবি করে, ঘটনার সময় তিনি স্বাভাবিক ছিলেন না। ব্ল্যাকমেল করার জন্য ঐ শ্রমিক তার বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন।’
আগামী ৬ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।