গত তিন দিনে ২৪ হাজার অভিবাসিকে গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ বিদেশি শ্রমিকদের কাজ করার বৈধ অনুমতিপত্র (ইকামা) ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে । রবিবার এ খবর প্রকাশ করে সৌদি গ্যাজেট।

খবরে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৫ হাজার ৭০২ জন ইকামার নিয়ম ভঙ্গ করেছে এবং তিন হাজার ৮৮৩ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৪ হাজার ৩৫৩ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন।

আটককৃতদের ৪২ শতাংশকেই মক্কা, রিয়াদ থেকে ১৯ শতাংশ, আসির অঞ্চল থেকে ১১ শতাংশ, জাজান থেকে ৬ শতাংশ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশগুলো থেকে ৫ শতাংশ।

অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে সৌদিতে প্রবেশ করেছে- এমন ৩৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শর্ত ভঙ্গ করেছে- এমন অভিবাসীদের পরিবহন ও আশ্রয় দেয়ার অভিযোগে ২৫ সৌদি নাগরিককেও আটক করেছে সৌদির আইনশৃঙ্খলা বাহিনী।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031