১৯ বছর বয়সেই নিজের কুমারিত্বকে নিলামে ওঠালেন মার্কিন মডেল গিসেলে। ফ্যাশন ওয়ার্ল্ডে তাকে এই নামেই সবাই চেনেন। গিসেলের এই কুমারিত্ব-নিলাম সংঘটিত হয়েছে জার্মানির ওয়েবসাইট সিন্ডেরেলা এসকর্টস-এর মাধ্যমে। বেশকিছু সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, আবু ধাবির এক এজেন্ট তিন মিলিয়ন মার্কিন ডলারে (বাংলাদেশি টাকায় ২৪ কোটি) গিসলের কুমারিত্ব কিনে নিলেন।
গিসেলে জানান, এত দিনে তার স্বপ্ন সফল হল। তিনি এই বিপুল অর্থ দিয়ে নতুন একটা বাড়ি কিনবেন, ডানা মেলে বিশ্বভ্রমণে বের হবেন।
গিসেলের এ ‘কুমারিত্ব বিক্রয়’ নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ১৯ বছর বয়সী এই মডেলের মতে, কুমারিত্ব এক ধরণের ‘বন্ধন’।
তিনি যদি ‘বন্ধনমুক্ত’ হন, তা হলে মানুষের কী! সেই সঙ্গে গিসেলে আরো জানিয়েছেন, তিনি এমন কোনো ব্যক্তির সঙ্গে তার ‘প্রথম অভিজ্ঞতা’ শেয়ার করতে চান, যিনি তার প্রেমিক নন।