গতকাল শুক্রবার সকাল থেকেই খোঁজ মিলছে না(এ রিপোর্ট লেখা পর্যন্ত) ঢালিউডের অভিনেত্রী অপু বিশ্বাসের। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ। এদিকে গতকাল শুক্রবার সকালে থাইল্যান্ড থেকে ঢাকায় ফিরেছেন শাকিব খান। এরপর শাকিব পুত্র আব্রাম খান জয়কে দেখতে যাবার কথা হয় শাকিবের। কিন্তু বিকেলে গুলশান নিকেতনের বাসায় গিয়ে শাকিব দেখে বাসায় নেই অপু বিশ্বাস। বাইরে তালা।
আর ভেতরে শাকিব পুত্র আব্রাম খান জয় এবং অপুর কাজিন শেলী। এরপর শাকিব আব্রাম খান জয়কে না পেয়ে মন খারাপ করে চলে আসেন। শাকিবের সঙ্গে বিয়ে-সন্তানের বিষয়টি সবার সামনে আনার পর থেকেই আলোচনার শীর্ষে আছেন অপু বিশ্বাস। তবে খবর হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আবারও ডুব মেরেছেন অপু। আবার অনেকে বলছেন, গতকাল(বৃহস্পতিবার) সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অপু। পরদিনই অর্থাৎ গতকাল শুক্রবার সকালেই কাউকে কিছু না বলেই ভারতে পাড়ি জমিয়েছেন তিনি। সিজারের সময় করা সেলাই ফেঁটে ব্লিডিং হতে থাকে। পরে তিনি ঢাকার একটি হাসপাতালে পথমিক চিকিৎসা নেন। কিন্তু সেখানে সন্তুষ্ট না হওয়ায় শুক্রবার সকালে তিনি কলকাতায় যান। এরপর সেখানকার এ্যাপলো হসপিটালে ভর্তি হন তিনি। যতদূর জানা গেছে সেখানে তার চিকিৎসা চলছে। পুলিশ এসে বাসার তালা ভাঙ্গবে বলে জানা যায়।