অভিনেত্রী ফারজানা ছবি দর্শকপ্রিয় । পারিবারিক ব্যস্ততায় মধ্যে কিছু দিন অভিনয় থেকে দূরে ছিলেন। এখন আবার নিয়মিত হয়েছেন। ক্যারিয়ারের শুরু থেকে কখনো গ্রামের সহজ-সরল মেয়ে, কখনো কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়–য়া তরুণী, কখনো পুলিশ অফিসার আবার কখনো অপরাধ জগতের বাসিন্দাসহ বিভিন্ন বৈচিত্রময় চরিত্রে অভিনয় করছেন ছবি। বিভিন্ন চ্যানেলে তার অভিনীত কয়েকটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে বর্তমানে। সেসবের উল্ল্যেখযোগ্য হলো ‘মগের মল্লুক’, ‘বন্ধু বটে’ ও ‘রূপালী  প্রান্তর’।

 এই ধারাবাহিকগুলোতে ছবিকে কেমন চরিত্রে দেখা যাচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘মগের মলুøক’ নাটকে আমি একজন ডাকাতের বউয়ের চরিত্রে অভিনয় করছি। ‘বন্ধু বটে’ ধারাবাহিকে একই চরিত্রে তিনটি রূপ দিচ্ছি। এই ধারাবাহিকে কখনো আমাকে ইংরেজিতে কথা বলতে দেখা যায়। আবার কখনো শুদ্ধ বাংলায়। এছাড়া কোনো কারণে উত্তেজিত হয়ে পড়লে নোয়াখালীর আঞ্চলিক ভাষায়ও কথা বলি। প্রতিটি নাটকেই এই রকম নতুন নতুন চরিত্র নিয়ে দর্শকদের সামনে নিজকে উপস্থাপন করছি। এদিকে সম্প্রতি ছবি দীর্ঘ পাঁচ বছর পর অভিনেতা আহমেদ রুবেলের সঙ্গে ‘প্রাগৈতিহাসিক’ শীর্ষক একটি নাটকে অভিনয় করেছেন। বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ এ নাটক। মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা এবং মাতিয়া বানু শুকুর পরিচালনায় এই নাটকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে ফারজানা ছবিকে। নাম-গোত্রহীন দুটি মানুষের প্রেমের গল্প নিয়ে নাটকটি এগিয়েছে। এই নাটকে এক আশ্রয়হীন নারী পাঁচি চরিত্রে অভিনয় করেছেন ফারজানা ছবি। আগামী ২১শে নভেম্বর রাত ৮টা ৩০ মিনিটে বিটিভিতে নাটকটি প্রচার হবে। একজন অভিনেত্রী হিসেবে ছবিকে সবসময়ই দেখা যায় বেশ যতœ নিয়ে কাজ করতে। তাই তার কাছে জিজ্ঞাসা ছিল- নিজের চরিত্রটিকে দর্শকের কাছে গ্রহণযোগ্য করে তোলার লক্ষ্যে কি করেন তিনি? ছবি বলেন, যে চরিত্রটি দর্শকদের কাছে বিশ্বাসযোগ্য হবেনা আমি সেই চরিত্রে কাজ করিনা। একটি চরিত্রকে সঠিকভাবে ফুটিয়ে তুলতে হলে সেটির গভীরতা সর্ম্পকে জানতে হবে। চরিত্রের মধ্যে প্রবেশ করতে হবে। এছাড়া নির্মাতা আমার কাছে কি চান, সেই অনুযায়ী কাজটি করার চেষ্টা করি। অনেকেই বলেন, আমাদের দেশীয় নাটকের অবস্থা এখন ভালো না। ছবির কাছে এই সময়ের নাটক কেমন মনে হচ্ছে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেশে এখন অনেক টিভি চ্যানেল হওয়ার কারণে নাটক নির্মাণের সংখ্যা বেড়েছে। এরমধ্যে কেউ জেনে নির্মাণ করছে। অনেকে আবার না জেনেই নাটক নির্মাণে এসেছে। আমি মনে করি টিভি চ্যানেলগুলো আন্তরিক থাকলে ভালো কাজের সংখ্যা বাড়বে। এখন অনেক সময় মানহীন নাটকও প্রচার হবার কারণে নাটকের প্রতি অনেকে বিরূপ মন্তব্য করছেন। নাটকের চলমান সংকট উত্তরণের ক্ষেত্রে একজন শিল্পী কতটা ভূমিকা পালন করতে পারে ? এই বিষয়ে ছবি বলেন, কেউ এককভাবে চলমান সংকটের সমাধান দিতে পারবে না। এটির জন্য সবার সমন্বয় লাগবে। সবাই সবার দিক থেকে এগিয়ে আসলে যে কোনো সমস্যার সমাধান সহজ হয়। চ্যানেল, নির্মাতা ও শিল্পীদের একটি সমাঝোতায় আসতে হবে। সবাইকে উপলব্ধি করতে হবে কাজের ক্ষেত্রটা। অনেকে এখন নাটক নির্মাণের প্রতি আগ্রহী হয়ে ওঠেছে। নতুনদের কেউ কেউ ভালো কাজ করছে। নতুন নির্মাতাদের প্রসঙ্গে আপনার মন্তব্য কি? ছবি বলেন, নতুনরা সব সময় পরিবর্তন নিয়ে আসে। নতুনদের কাজের সুযোগ করে দিতে হয়। নতুনদের সবাই ভালো কাজ করবে এমনতো নয়। এদের মধ্যে অনেকেই এক সময় খ্যাতি অর্জন করবে। এই সময়ের কয়েকজন নতুন নির্মাতা সর্ম্পকে আমি জানি, যারা ভালো কাজ করছে। ছোট পর্দার বাইরে ছবির হাতে বর্তমানে একটি চলচ্চিত্র রয়েছে। ‘নদী কাব্য’ শীর্ষক এ চলচ্চিত্রটি মুক্তির অপেক্ষায়। এটি পরিচালনা করেছেন মোহাম্মদ হোসেন জেমি। এই চলচ্চিত্রে তিনি একজন জেলের চরিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রটি নিয়ে ছবি বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, এতে অভিনয় করতে গিয়ে অনেক পরিশ্রম করেছি। চরিত্রের জন্য কোনো প্রকার ছাড় দিইনি। এই চলচ্চিত্রে দর্শক ভিন্ন এক ছবিকে আবিস্কার করবে।
Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031