বলিউড বাদশাহ বলিউড তারকা শাহরুখ খান সাগরের গর্জন শোনার জন্য ১৯ হাজার ৯৬০ স্কয়ার মিটারের বিশাল এক বাংলো কিনেছিলেন। সেখানে ১১ হাজার মিটারের সুপার লাক্সারি একটি বাড়িও তৈরি করেছিলেন তিনি। কিন্তু এ বাড়িকে ঘিরেই গুরুতর অভিযোগের মুখে পড়েছেন। অভিযুক্তদের তালিকায় রয়েছেন তার স্ত্রী গোরি খান, দেজা ভু ফার্মসের সিইও এবং একজন অজ্ঞাত ব্যক্তি। বছরের শুরুতে এ চারজনের বিরুদ্ধে সুরেন্দ্র দাভালে নামে একজন পরিবেশকর্মী লিখিত অভিযোগ করলেও এতদিন পুলিশ বিষয়টি তেমন আমলেই নেয়নি। এবার ভারতের আয়কর দপ্তরের নজরে শাহরুখ খানের আলিবাগের এই বিলাসবহুল ফার্মহাউস।

 এই বাংলো কেনার সময় নাকি কালো টাকা সাদা করেছিলেন কিং খান। পাশাপাশি ফার্মহাউসটিতে আগে ছিল একটি কৃষিজমি। বেআইনি ভাবে সেই জমিতে বাড়ি বানিয়েছেন শাহরুখ। সূত্রের খবর, এসব কারণে প্রতারণার অভিযোগও আনা হয়েছে শাহরুখ খানের বিরুদ্ধে। স্থানীয় থানার তদন্তকারী পুলিশ কর্মকর্তা বলেছেন, তদন্ত চলছে। এখনই কোনো মন্তব্য করব না। তবে এখনও পর্যন্ত কোনো এফআইআর দায়ের করা হয়নি। শাহরুখের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া দেয়া হয়নি। জানা গেছে, এই অভিযোগ সংক্রান্ত যাবতীয় নথি খতিয়ে দেখছে পুলিশ। জমির আগের মালিককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জমি বিক্রি করার জন্য শাহরুখ বা তার কোনো প্রতিনিধি তাকে জোরজবরদস্তি করেছিলেন কি না জানতে চাওয়া হয়েছে।
Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031