পুলিশ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে আরকান মহাসড়কে ফরেষ্ট রেঞ্জ কার্যালয়ের সামনে হতে ১ মাদক বিক্রেতাকে আটক করেছে। এসময় ৫ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ও ১টি প্রাইভেট কার উদ্ধার করা হয়। আটককৃত বিক্রেতার নাম মো: মামুন সর্দ্দার (৩৪)। সে রাজবাড়ী জেলার বড় লক্ষীপুর এলাকার বাবর আলী সর্দ্দারের পুত্র।
সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ নভেম্বর দুপুর আনুমানিক ১টায় লোহাগাড়া থানার ওসি মো: শাহ্জাহান পিপিএম (বার) ও চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: আব্দুল জলিল এর নেতৃত্বে একটি পুলিশি টিম উল্লেখিত এলাকায় চট্টগ্রাম অভিমুখী প্রাইভেট এক্সজিও কার (ঢাকামেট্রো-গ-৩২-৫২৪০) গাড়িতে তল্লাশি চালিয়ে ৫ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট, কারসহ এক মাদক বিক্রেতাকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে। আটককৃত মাদক বিক্রেতা মামুন সর্দার জানান, উল্লেখিত ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজার হতে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
আটককৃত মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে থানার ওসি মো: শাহজাহান পিপিএম (বার) জানিয়েছেন।