বিজিবি নওগাঁর সাপাহার সীমান্ত এলাকা থেকে ৫ শিশু ২ নারী এবং ৩ পুরুষসহ মোট ১০ জন্য রোহিঙ্গাকে আটক করেছে। আজ সোমবার সকালে তাদের আটক করা হয়। জানা গেছে, সকালের দিকে সাপাহার উপজেলার সীমান্ত এলাকার মধুইল বাজার থেকে একটি যাত্রীবাহি বাস নওগাঁর উদ্দেশ্যে ছাড়ছিল। এ সময় ওই ১০ রোহিঙ্গা তড়িঘড়ি করে বাসে উঠে বসে। স্থানীয়রা বুঝতে পেরে বিজিবিকে খবর দিলে তারা এসে রোহিঙ্গাদের আটক করে খঞ্জনপুর কোম্পানি ক্যাম্পে নিয়ে যান। ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খিজির খাঁ সত্যতা নিশ্চত করে জানান, ওই ১০ রোহিঙ্গাকে আটকের পর বিজিবি খঞ্জনপুর কোম্পানি ক্যাম্পে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তারা আসলে কোথা থেকে এসেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।