দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব ড. শামসুল আরেফিন ‘জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন দুর্নীতিমুক্ত স্বনির্ভর বাংলাদেশ গড়তে সকলকে সততার সাথে কাজ করতে হবে।’ বলে মন্তব্য করেছেন- । তিনি বলেন, দুর্নীতিমুক্ত দেশ হলেই দেশ দ্রুত উন্নতির আসনে আসীন হবে।

শনিবার সকালে ময়মনসিংহ জেলার ত্রিশালের দরিরামপুর শুকতারা বিদ্যানিকেতনে ‘সততা স্টোর’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্য এসব কথা বলেন।

দুর্নীতি প্রতিরোধ কমিটির ত্রিশাল শাখা আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার আবু জাফর রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- ময়মনসিংহ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আনিসুর রহমান খান, দুদক ময়মনসিংহের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ডা. হরি শংকর দাস, সদস্য মাহবুবুর আলম, দুর্নীতি প্রতিরোধ কমিটি ত্রিশাল শাখার সভাপতি মোখলেছুর রহমান ও ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমুখ।

দুর্নীতি প্রতিরোধ কমিটি ত্রিশাল শাখার সভাপতি মোখলেছুর রহমান বলেন, মূলত শিক্ষার্থীদের মাঝে সততার চর্চার উদ্দেশ্যেই  ত্রিশাল নজরুল উচ্চ বালিকা বিদ্যালয় ও শুকতারা বিদ্যানিকেতনে দুটি সততা  স্টোর চালু করা হয়েছে। এটিকে সততার ব্যবহারিক শ্রেণিকক্ষ বলা যেতে পারে। নির্দিষ্ট কিছু নির্দেশনা মেনে ওই বিপণি থেকে তাদের প্রয়োজনীয় যেকোনো পণ্য কিনতে পারবে শিক্ষার্থীরা। দোকানের চারপাশের তাকে সাজানো আছে কলম, পেনসিল, খাতা, রাবার, চকলেটসহ বিভিন্ন রকমের শিক্ষাসামগ্রী। দোকানের একটি পণ্য অতিরিক্ত নিলে বা টাকা না দিলে দেখার কেউ নেই। তবু সবাই সততার পরীক্ষায় পাস করতে পারে কি না, তাই দেখার পালা। প্রতিদিন স্কুল চলার সময় পর্যন্ত ওই দোকানটি খোলা থাকবে। কেবল স্কুলের শিক্ষার্থী-শিক্ষকেরাই এ দোকান থেকে ক্রয় করতে পারবেন। শিক্ষার্থীরা ক্রয় করার পদ্ধতি সম্পর্কে শিক্ষকদের পাশাপাশি ক্যাপ্টেনের সহযোগিতা নিতে পারবে।

এছাড়াও দুদক সচিব ড. শাসসুল আরেফিন শনিবার দুপুরে ত্রিশাল নজরুল কলেজে ত্রিশাল উন্নয়ন ফোরাম আয়োজিত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে যোগদান করেন।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031