গ্যাস লাইনে মারাত্মক বিস্ফোরণ ঘটেছে। এতে মনোয়ারা বেগম নামে একজন গুরুতর আহত হন আজিমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় । বিস্ফোরণে ভবনের তিন তলা ও চার তলার দেয়াল ধসে পড়ে। আজ ভোর সোয়া ছয়টায় এ দূর্ঘটনা ঘটে। আহত মনোয়োরাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ রয়েছে, ত্রুটিপূর্ণ এই গ্যাসের লাইনের বিষয়ে দিন পনেরো আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ করে স্থানীয়রা।
এখন পর্যন্ত তা নিয়ে কোন ব্যবস্থা নেয়া হয় নি।