অপরাধীরা বিশেষ অভিযানের সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সিরিয়াস ক্রাইম বিভাগের একটি দলের ওপর হামলা চালিয়েছে রাজধানীর কমলাপুর এলাকায় । এতে ডিবির দুই কর্মকর্তা আহত হয়েছেন। এদের মধ্যে ডিবির এএসআই বেলাল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর এসআই প্রাণকৃষ্ণকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার বিষয়ে ডিবির সিরিয়াস ক্রাইম বিভাগের উপকমিশনার মীর মোদাচ্ছের হোসেন জানান, সোমবার রাত ৮টার দিকে মাদক ব্যবসায়ী ও অজ্ঞান পার্টির সদস্যদের ধরতে কমলাপুরে বিশেষ অভিযান শুরু করা হয়েছিল। তবে অপরাধীরা বিষয়টি টের পেয়ে সিরিয়াস ক্রাইম টিমের ওপর হঠাৎ হামলা চালায়।
এ সময় এএসআই বেলালের নাভির নিচে ছুরিকাঘাত করে। তিনি কপালেও আঘাতপ্রাপ্ত হন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা গুরুতর। অন্যদিকে, প্রাণকৃষ্ণ সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন। তার অবস্থা শঙ্কামুক্ত। এ ঘটনায় এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।