এক হাজার ১৫০ পিস ইয়াবাসহ শাহাদাত হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতুর গোলচত্বর এলাকায় ।
আজ বুধবার (৮ নভেম্বর) ভোরে তার প্যান্টের পকেট থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। শাহাদাত চাঁদপুর জেলার মতলব থানার খিজিরপুর এলাকার আবদুল মজিদ মিয়াজীর ছেলে। কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে সে চট্টগ্রামে আসছিল।
বাকলিয়া থানার এসআই বেলাল উদ্দিন জানান, শাহ আমানত টোল প্লাজায় নিয়মিত তল্লাশীর সময় যাত্রীবেশে শাহাদাত হোসেন বাস থেকে নেমে চলে যাচ্ছিল। সন্দেহবশত তাকে তল্লাশী করা হলে তার প্যান্টের পকেট থেকে এক হাজার ১৫০ পিস ইয়াবা পাওয়া যায়।
এ সময় তাকে আটক করা হয়।
ইয়াবাগুলো নিয়ে শাহাদাত কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে চাঁদপুরে যাচ্ছিল। এ ব্যাপারে তার বিরুদ্ধে বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এসআই বেলাল উদ্দিন।