ঢাকার লেকহেড গ্রামার স্কুল শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে ঢাকা জেলা প্রশাসন বন্ধ করে দিয়েছে । গুলশান ও ধানমন্ডির ক্যাম্পাস বন্ধ করতে আজ দু’জন ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে। জঙ্গি কার্যক্রমে পৃষ্ঠপোষকতা, ধর্মীয় উগ্রবাদে অনুপ্রেরণা দেয়াসহ কয়েকটি অভিযোগে লেকহেড গ্রামার স্কুল বন্ধ করার আদেশ দেয় সরকার।
এ বিষয়ে ঢাকা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ইলিয়াস মেহেদী জানান, শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে গুলশান ও ধানম-িতে লেকহেড গ্রামার স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। স্কুলটির হেড অব অ্যাডমিনের জিম্মায় থাকবে স্কুলের স্থাবর-অস্থাবর সম্পতি। বুধবার থেকে তারা কোনো কার্যক্রম পরিচালনা করবে নাÑ এই মর্মে তারা প্রত্যয়ন দিয়েছে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয় এক আদেশে স্কুলটি বন্ধের নির্দেশ দেয়।
আদেশে প্রতিষ্ঠানটির সব কার্যক্রম বন্ধ করতে ঢাকা জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়। মঙ্গলবারই মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ রায়হান কবির। গতকাল সন্ধ্যায় তিনি বলেন, জেলা প্রশাসকের নির্দেশে ইলিয়াস মেহেদীকে ওইসব স্কুল বন্ধ করতে ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করা হয়। ডিএমপির সহযোগিতায় স্কুলের কার্যক্রম বন্ধের উদ্যোগ নিতে ম্যাজিস্ট্রেটকে বলা হয়েছে।
গুলশান থানার ওসি আবু বকর জানান, ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিকালে লেকহেড গ্রামার স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। স্কুলটির ধানমন্ডি শাখা বন্ধ করে দেয়ার খবর নিশ্চিত করেন ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) মো. পারভেজ ইসলাম।
গুলশান থানার ওসি আবু বকর জানান, ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিকালে লেকহেড গ্রামার স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। স্কুলটির ধানমন্ডি শাখা বন্ধ করে দেয়ার খবর নিশ্চিত করেন ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) মো. পারভেজ ইসলাম।