এক স্ত্রী মাদকাশক্ত স্বামীর অত্যাচার সইতে না পেরে অবশেষে পুলিশে দিয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে শ্যামনগর উপজেলার সদরে চন্ডীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাড়িতে মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে মারপিঠ শুরু করে ফিরোজ নামের এক মাদকাশক্ত যুবক। এক পর্যায় শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। স্ত্রীর ডাক চিৎকারে পার্শ্ববর্তীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ফিরোজকে আটক করে পুলিশে সোপার্দ করে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান ভ্রাম্যমান আদালতে দোষী সাবস্থ করে ১ মাস সশ্রম কারাদ- দেন।
শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী এ তথ্য নিশ্চিত করেন।