গোয়েন্দা পুলিশ (ডিবি) ইয়াবাসহ জসিম মোল্যা নামে এক যুবককে আটক করেছে নড়াইল-লোহাগড়া সড়কের মালিবাগ মোড় এলাকা থেকে।
শনিবার দুপুরে তাকে আটক করা হয়। জসিম দক্ষিণ নড়াইলের কাশেম মোল্যার ছেলে।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জসিমকে ৪০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।