যেকোনো পরিস্থিতিতে বিএনপি নির্বাচনে আসবে।  আর নির্বাচনে না এলে তাদের পরিণতি মুসলিম লীগের মতো সংকুচিত হবে।’যেকোনো পরিস্থিতিতে আগামী নির্বাচনে বিএনপি আসবে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি আগামী নির্বাচনে আসবে সেটা আমরা জানি।

শনিবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর উচ্চবিদ্যালয় মাঠে আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায়  তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি একটা এলোমেলো পার্টি। তাদের এক বুদ্ধিজীবীই বলেন, বিএনপি মাজাভাঙা, বিশৃঙ্খল দল।’ এই দলের একেক নেতা একেক সময় একেক রকম বক্তব্য দেয়। বিএনপি নেতা মওদুদ সাহেব বলেছেন, তারা নির্বাচনে আসবেন। ফখরুল জবাব দিন, আসবেন কি না?’

শ্রমিক দলের নেতা-কর্মীরা গাড়িতে আগুন দিয়েছিল জানিয়ে কাদের বলেন, ‘চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার সময় গাড়িতে কারা আগুন দিয়েছিল? খালেদা জিয়া ফেরার সময় শ্রমিক দল আর তাদের দলের নেতা-কর্মীরা লাঠিশোটা নিয়ে দাঁড়িয়েছিল। আমাদের কোনো লোক ওখানে ছিল না, তাহলে বুঝে নেন কারা আগুন দিয়েছে। আমরা কেন আগুন দিতে যাব। কেন আমরা বিপদ ডেকে আনবো?’

আওয়ামী লীগ কাউকে অনুকরণ করে না জানিয়ে কাদের বলেন, ‘বিএনপিকে আমরা কেন অনুকরণ করবো? আমাদের এরা সব সময় অনুকরণ করে আসছে। আওয়ামী লীগ কাউকে অনুকরণ করে না।’

দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে কাদের বলেন, ‘জানুয়ারির মধ্যে বিভক্তি মিটিয়ে ফেলুন। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ ঠেকাতে পারবে না।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তাদের এদেশে ক্ষমতায় আসার আর কোনো সুযোগ নেই। যারা ১৫ আগস্ট, ৩ নভেম্বর পালন করে না, তারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না।’

আনোয়ারা উপজেলা ও কর্ণফুলি উপজেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য দেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031