পুলিশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের সিটে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় তিনজনকে আটক করেছে ।আটক শিহাব বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ ইনস্টিটিউটের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। আটক বাকি দুজনের নাম জানা সম্ভব হয়নি।
বুধবার (১ নভেম্বর) মধ্যরাতে বিশ্ববিদ্যালয় থেকে তাদের আটক করা হয়।
হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন বলেন, ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের পর জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে ছাত্রলীগের ‘সিক্সটি নাইন’ ও ‘বিজয়’ গ্রুপের কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় সংঘর্ষে দুজন আহত হয় বলে জানায় পুলিশ।