আরকান মহাসড়কে চুনতি বাজার হতে একটি প্রাইভেট কারের গ্যাসের টাংকির ভিতর তল্লাশি চালিয়ে ১০হাজার পিচ ইয়াবা ট্যাবলেট, কারসহ ২মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে। আটককৃত মাদক বিক্রেতারা হল যথাক্রমে কুমিল্লা জেলার কতোয়ালী থানার নয়া পাড়া এলাকার মিছিল মিয়ার পুত্র মো: জুয়েল (২৫) ও শাহ্পুর এলাকার মোহাম্মদ আব্দুল মালেকের পুত্র মো: জাহাঙ্গীর আলম (৩২)। সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১নভেম্বর বেলা ১২টায় চুনতি জাঙ্গালিয়া নামক স্থানে চেকপোষ্টে থানা পুলিশের একটি টিম চট্টগ্রাম অভিমুখী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-২৬-৫১২৪) সিগন্যাল দিলে দ্রুত গাড়িটি ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা চালালে পুলিশ গাড়িটি ধাওয়া করে চুনতি বাজারে আটক করতে সক্ষম হয়। পরে স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীর সহযোগিতায় উল্লেখিত স্থান হতে কারের গ্যাসের টাংকির ভিতর হতে ১০হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে কারসহ ২মাদক বিক্রেতা আটক করে থানার হেফাজতে নিয়ে আসে। এ অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: শাহ্জাহান পিপিএম (বার), চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: আব্দুল জলিল ও এসআই আব্দুল আওয়াল। উক্ত ইয়াবা ট্যাবলেট গুলোর মূল্য আনুমানিক ৩০লক্ষাধিক টাকা হবে বলে থানাসূত্রে জানা গেছে। আটককৃত মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে লোহাগাড়া থানার ওসি মো: শাহ্জাহান পিপিএম (বার) জানিয়েছেন।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031