জব্দ করা ইলিশ বিক্রির অভিযোগ উঠেছে মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানা পুলিশের বিরুদ্ধে। এ নিয়ে এলাকায় সমালোচনার ঝড় উঠেছে।
এলাকাসী জানায়, জাটকা ইলিশ সন্দেহে ডাসার থানার এএসআই ইয়ার মাহামুদ উপজেলার কাজীবাকাই এলাকার পাথুরিয়ারপাড় বাসস্ট্যান্ড থেকে বাস থেকে ২০ বান্ডেল ইলিশ জব্দ করেন। জব্দ করা ইলিশ ওই দিন রাতেই থানায় নিয়ে যাওয়া হয়। এসময় বাসের সুপারভাইজার হাফিজকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। আজ বৃহস্পতিবার ভোর রাতে এএসআই ইয়ার মাহামুদ মাছ ব্যবসায়ী কামরুলের কাছে কিছু ইলিশ বিক্রি করে দেন। বাকি ইলিশ মাছ ভ্যানযোগে মস্তফাপুর বাজারে বিক্রির করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে অল্প কিছু মাছ এলাকায় বল্টন করে দেয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন প্রত্যক্ষদর্শী ঢাকাটাইমসকে জানান, ডাসার থানা পুলিশ ভোর রাতে গোপনে জব্দ করা জাটকা ইলিশ মস্তফাপুর বাজারে বিক্রি করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে এএসআই ইয়ার মাহামুদ বলেন, একজন প্রতিনিধি থানায় এসেছিলেন তাকে কিছু মাছ দিয়ে দেয়া হয়েছে। তবে মাছ বিক্রি করার ঘটরা মিথ্যা।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, জব্দ করা মাছ বিভিন্ন এতিম খানায় বন্টন করে দেয়া হয়েছে।