বলিউড অভিনেতা নওয়াজুদ্দীন সিদ্দিকী নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত । নিজের কাজের জন্য আক্ষেপ করে সোশ্যাল মিডিয়ায় ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি। কিন্তু কি এমন করেছেন তিনি? যার জন্য ক্ষমা চাইতে হলো অভিনেতাকে।
ঘটনা হচ্ছে, সম্প্রতি নিজের আত্মজীবনীমূলক একটি বই প্রকাশ করেন নওয়াজুদ্দীন। যেটির নাম ‘অ্যান অর্ডিনারি লাইফ’। বইটিতে তিনি প্রাক্তণ দুই প্রেমিকা নীহারিকা সিং এবং সুনীতা রাজওয়ারের সঙ্গে যৌনতা, নিজের চরিত্র এবং নিশিযাপন সম্পর্কে বেশ কিছু বক্তব্য তুলে ধরেন। সেই বইকে ঘিরেই গত কয়েকদিন ধরে চলছে তুমুল বিতর্ক ও সমালোচনা।
বইয়ে লেখা নওয়াজের বক্তব্য পড়ে ক্ষুব্ধ হয়েছিলেন তার দুই প্রাক্তণ প্রেমিকা নীহারিকা ও সুনীতাও। এর পরই নওয়াজের বক্তব্য ও লেখনীর সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন নীহারিকা। অভিযোগ করেন, বই বিক্রির জন্য নওয়াজ এসব করেছেন।
পরে তাতে গলা মিলিয়েছেন সুনীতাও। এমনকী নীহারিকার সম্মানহানির জন্য নওয়াজের বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়েছে।
তার পরই নওয়াজ টুইট করেন, ‘যদি আমি কারও আবেগে আঘাত করে থাকি, তাহলে প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বইটির প্রসঙ্গে আমি আক্ষেপ করছি এবং সেটি তুলে নেয়ারও সিদ্ধান্ত নিয়েছি।’
বই তুলে নেয়ার সিদ্ধান্ত নিলেও এই বিতর্কে এখনই ইতি পড়বে কি না, তা সময়ই বলবে।