দারুণভাবে ছোট পর্দার মিষ্টিমুখ নাদিয়া আহমেদ। নাচ ও নাট্যাভিনয়ের লম্বা সফরে জনপ্রিয়তা এবং সাফল্যকে সঙ্গী করেছেন। নিয়মিতই অভিনয় করে যাচ্ছেন টিভি নাটকে। বর্তমান ব্যস্ততা কি নিয়ে জানতে চাইলে বলেন, টিভি নাটকের কাজই করছি। আর মাঝে-মধ্যে মঞ্চে নাচ।  গতকাল বিজয় দিবসের জন্য ‘যাদু বাস্তবতা’ নামের একটি খন্ড নাটকের কাজ করেছি। এই নাটকে আমার বিপরীতে ইন্তেখাব দিনারকে দেখা যাবে।

 কাজটি অনেক ভালো হয়েছে। নাটকটি আমাদের মুক্তিযুদ্ধের সময় নিয়ে নির্মাণ করা হচ্ছে। এরমধ্যে আবার বর্তমান সময়কেও উপস্থাপন করা হয়েছে। সব মিলিয়ে অন্যরকম একটি নাটক। সংশ্লিষ্ট সবাই বেশ আন্তরিকতা নিয়েই কাজটি করেছে। আমিও অনেক বেশি ডুবে গিয়েছিলাম কাজটির মধ্যে। আর এমনিতেই  দেশের নাটকের প্রতি আমার দূর্বলতা খুউব। এদিকে নাদিয়া অভিনীত কয়েকটি ধারাবাহিক নাটক এখন বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। নাটকগুলো হলো আরটিভিতে ‘অলসপুর’,  এটিএন বাংলায় ‘বাবুই পাখির বাসা’, বাংলাভিশনে ‘বিড়ম্বনা’ ও ‘সব জান্তা শমসের’। এছাড়া খুব শিগগিরই একুশে টিভিতে প্রচারে আসছে তার অভিনীত ‘ভবঘুরে’ শীর্ষক একটি ধারাবাহিক নাটক। তবে এই ধারাবাহিকটির কাজ প্রায় দুই বছর আগে শেষ করেছেন বলে জানান তিনি। গ্রামীণ পেক্ষাপটে এই নাটকটি নির্মিত হয়েছে। প্রচার চলতি ধারাবাহিকের বাইরে নাদিয়া ‘গল্পগুলো আমাদের’ শীর্ষক নতুন একটি ধারাবাহিকের কাজ শুরু করেছেন। এটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। এই নাটকের গল্পটি অনেক চমৎকার বলে জানান তিনি। নাদিয়া বলেন, এ ধারাবাহিকটিতে কয়েকটি প্রজন্মের সময়কে তুলে ধরা হচ্ছে। এরমধ্যে একটি প্রজন্ম হলাম আমি আর ইন্তেখাব দিনার। গল্পে আমরা স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করছি। দিনার ভাই নিজকে নিয়ে ব্যস্ত থাকে। আমি সারা দিন তার অপেক্ষায় থাকি।  কিন্তু তার কাছ থেকে আমি সময় পাইনা। এভাবে গল্পটি এগিয়ে যায়। নাটকটি নিয়ে আমি বেশ আশাবাদি। বর্তমানে প্রায় সব নাটকে একই লোকেশন কিংবা স্পট দেখা যায়। যার কারণে সেই দিক থেকে নাটক বৈচিত্রতা হারাচ্ছে বলে অনেকে মনে করছেন। এই সর্ম্পকে নাদিয়ার মন্তব্য কি? তিনি বলেন, আমাদের বাধ্য হয়ে  প্রায় সব নাটকে একই লোকেশন ব্যবহার করতে হচ্ছে। গল্পের প্রয়োজনে আমাদের নির্মাতাদের সেট তৈরি করার বাজেট থাকে না।  যদি বাজেটে অপূর্ণতা না থাকতো তাহলে সেট তৈরি সহ বিভিন্ন বিষয়ে পরিবর্তন করা সম্ভব হতো। আমি আশাবাদি আমাদের টিভি চ্যানেলগুলো নাটকের বাজেটের প্রতি আন্তরিক হবেন। অভিনয়ের পাশাপাশি নাচেও দারুণ সমাদৃত এই অভিনেত্রী। দেশ-বিদেশে নাচ নিয়ে সুনাম অর্জন করেছেন। তবে এখন নাচ নিয়ে আগের মতো ব্যাপক ব্যস্ততা নেই বলে জানান। নাচ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের টিভি চ্যানেলগুলোতে বিশেষ দিবসেই কেবল নাচের অনুষ্ঠান হয়। এর বাইরে নাচের অনুষ্ঠানের প্রতি চ্যানেল কর্তৃপক্ষের আগ্রহ খুব একটা দেখা যায় না। সেই কারণে নাচ নিয়ে টিভি মাধ্যমে তেমন ব্যস্ততা নেই বললেই চলে। তবে মঞ্চে নিয়মিত নাচ করি। নাচ এবং অভিনয়ের পাশাপাশি নাদিয়া বিজ্ঞাপনের একজন জনপ্রিয় মডেলও। তবে বেশ লম্বা সময় ধরে তিনি নতুন কোনো বিজ্ঞাপনে কাজ করছেন না। এর কারণ কি?। নাদিয়া বলেন, বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার প্রস্তাব নিয়মিতই পাই। কিন্তু গল্প এবং বাজেট সবমিলিয়ে ব্যাটে বলে মিলছেনা বলে করা হচ্ছে না। তবে নাদিয়া আশা করছেন শিগগিরই নতুন বিজ্ঞাপনে তাকে দেখা যাবে। দীর্ঘ সময় ধরে নাদিয়া শোবিজে কাজ করছেন। এতটা  সময় সফলভাবে টিকে থাকার রহস্য কোথায়? এই সর্ম্পকে নাদিয়া বলেন, আমার পেশাকে আমি ভালোবাসি। ভালোবেসে এখনো কাজ করে যাচ্ছি। যারা ভালোবাসে কাজ করে তারাই টিকে থাকে বলে আমি মনে করি। আর যারা শখের বসে মিডিয়াতে আসে তাদের হারিয়ে যেতে সময় লাগে না।
Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031