রোজ ম্যাকগোয়েন (৪৪) হলিউড অভিনেত্রী । প্রযোজক হারভে উইন্সটেনের বিরুদ্ধে তিনি ধর্ষণের অভিযোগ এনেছেন। বলেছেন, ১৯৯৭ সালে সুদান চলচ্চিত্র উৎসবে গিয়ে তাকে ধর্ষণ করেছিলেন উইন্সটেন। এ অভিযোগ কয়েকদিন আগের। তিনি নতুন আরেকটি অভিযোগ করেছেন। বলেছেন, তিনি যাতে ধর্ষণের অভিযোগ না করেন, মুখ বন্ধ রাখেন এ জন্য তাকে ১০ লাখ ডলার প্রস্তাব করা হয়েছিল।

 হারভে উইন্সটেনের ঘনিষ্ঠ কেউ একজন এমন প্রস্তাব দিয়েছিল তাকে। কয়েকদিন আগে নিউ ইয়র্ক টাইমস হারভে উইন্সটেনের বিরুদ্ধে বিপুল সংখ্যক নায়িকা, নারীর ধর্ষণের কাহিনী প্রথম প্রকাশ করে। আস্তে আস্তে বেরিয়ে আসতে থাকে গা শিউরে উঠার মতো সব কাহিনী। এমন অভিযোগকারী অভিনেত্রী, নারীর সংখ্যা ৫০ ছাড়িয়ে গেছে। তাদের মধ্যে রোজ ম্যাকগোয়েন অন্যতম। তিনি উইন্সটেনের ছবি ‘স্ক্রিম’-এ অভিনয় করেছেন। তিনি গত শুক্রবার ডেট্রয়েটে ওমেন্স কনভেনশনের মঞ্চে উঠে প্রকাশ করে দিয়েছেন সব। তিনি বলেছেন, আমাকে চুপ করিয়ে রাখা হয়েছে ২০ বছর। আমার কাছে এতে মনে হয়েছে আমি একজন দেহপসারিণীর মতো হয়ে গিয়েছি। আমাকে যৌন নির্যাতন করা হয়েছে। আমাকে কলঙ্কিত করা হয়েছে। আপনারা কি তা জানেন? আমিও আপনাদের মতো একজন। পর্দার আড়ালে আমার সঙ্গে যা করা হয়েছে তা এই সমাজে আমাদের অনেকের সঙ্গেই করা হয়। তবে এর পক্ষ নেয়া যাবে না। এর পক্ষ নেয়ার মতো বিষয় নয়। উল্লেখ্য, হারভে উইন্সটেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আসার পর তিনিই সবচেয়ে উচ্চ কন্ঠে অভিযোগ করেছেন। বলেছেন, হারভে উইন্সটেন হলেন তার ধর্ষণকারী। তার এমন স্বীকারোক্তিতে অন্য নারীরা এগিয়ে আসেন। তারা মুখ খুলতে থাকেন। ম্যাকগোয়েন বলেন, আমরা এখন মুক্ত। আমরা বলীয়ান। আমাদের সম্মিলিত কণ্ঠস্বর আছে। তিনি এ সময় ‘মি টু’ প্রচারণার দিকে দৃষ্টি আকর্ষণ করেন।
Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031