বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে কক্সবাজারের উখিয়ায় আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মাঝে আজ সোমবার ত্রাণ বিতরণ করবেন । তবে ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণের সুবিধার্থে বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহরে ২০ টি গাড়ির অনুমতি দিয়েছে প্রশাসন। ফলে ঢাকা ও চট্টগ্রাম থেকে আসা দলের অন্যান্য নেতাকর্মীরা ক্যাম্পে যেতে পারছেন না। দলীয় সূত্রে জানা গেছে, ময়নার গোনা ক্যাম্প, হাকিম পাড়া ও বালুখালিতে ত্রাণ বিতরণ শেষে বালুখালি পান বাজারে অবস্থিত ড্যাবের একটি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করবেন তিনি। খালেদা জিয়া ১১১ টন চাল, ৫ হাজার প্যাকেট শিশু খাদ্য ও ৬ হাজার প্যাকেট নারীদের ব্যবহৃত জিনিসপত্র বিতরণ করবেন। এসব ত্রাণের কিছু অংশ তিনি নিজ হাতে বিতরণ করবেন।
বাকী অংশ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করবেন।
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণে খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, ডা. জাহিদ হোসেন, আলতাফ হোসেন চৌধুরী, শামছুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, আমান উল্লাহ আমান, যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, খাইরুল কবির খোকন, শ্যামা উবায়েদ, কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মাহবুবের রহমান শামীম, ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, কাজী আলাউদ্দিন, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, ছাত্রদল সভাপতি রাজিব আহসান, শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসাইনসহ বিএনপি ও অঙ্গ দলের শীর্ষ নেতারা।
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণে খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, ডা. জাহিদ হোসেন, আলতাফ হোসেন চৌধুরী, শামছুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, আমান উল্লাহ আমান, যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, খাইরুল কবির খোকন, শ্যামা উবায়েদ, কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মাহবুবের রহমান শামীম, ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, কাজী আলাউদ্দিন, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, ছাত্রদল সভাপতি রাজিব আহসান, শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসাইনসহ বিএনপি ও অঙ্গ দলের শীর্ষ নেতারা।