বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া ১০ কোটি ১০ লাখ ডলারের যে অংশ এখনো উদ্ধার হয়নি, এর পুরোটাই উদ্ধার করা সম্ভব বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন। এই বিষয়ে জুডিশিয়ালি মামলা শেষ হলেই এই টাকা সব ফিরিয়ে আনা সম্ভব হবে।’

বুধবার বরিশালে ব্যাংকার-এসএমই উদ্যোক্তা মতবিনিময় সভা এবং প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস্ বিভাগের আয়োজনে এবং ইসলামী ব্যাংক বাংলাদেশসহ বরিশাল অঞ্চলের সব বাণিজ্যিক ব্যাংক এবং অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতায় নগরীর অমৃত লাল দে মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গভর্নর বলেন, ‘২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে জিডিপির ৮ শতাংশ প্রবৃদ্ধি দরকার। সে জন্য নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। তাই চাকরির পেছনে না ঘুরে পরবর্তী প্রজন্মকে উদ্যোক্তা হয়ে শিল্প কলকারখানা তৈরি করে দেশকে আর্থিকভাবে এগিয়ে নিতে নারী উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। এতে দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে নতুন নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি হবে।’

ফজলে কবির বলেন, ‘আগামীতে এসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই খাতের বিকাশে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। নারী উদ্যোক্তা বৃদ্ধিতে জামানত বিহীন ৪০ লাখ টাকা এসএমই লোন দেয়া হচ্ছে। নারী উদ্যোক্তাদের ঋণ সহায়তা পাওয়ার ক্ষেত্রে সহজতর করার জন্য ব্যাংকগুলোর প্রতি নির্দেশনা দেয়া আছে।’

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার নির্বাহী পরিচালক মো. সোহরাওয়ার্দী, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস্ উল ইসলাম, প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী, এবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মসিউর রহমান চৌধুরী, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা। বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার মহাব্যবস্থাপক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে গভর্নর ফজলে কবির ৪৪ জন এসএমই উদ্যোক্তার মাঝে ৩৮ কোটি এক লাখ টাকার ঋণ বিতরণ করেন।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031