নগরভবন কমিউনিটি ক্লিনিকের ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে রেজাউল করিম (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে এ দূর্ঘটনা ঘটে চট্টগ্রাম মহানগরীর ফিরিঙ্গি বাজারে ।
রেজাউল করিম কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার আমানুলের পুত্র। তিনি নগরীর ফিরিঙ্গি বাজার এলাকায় কয়েকজন শ্রমিকের সাথে ভাড়া বাসায় থাকেন বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই শীলাব্রত বড়–য়া।
তিনি জানান, রেজাউল করিম একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের অধীনে নগরভবন কমিউনিটি ক্লিনিকের ছয় তলায় ছাদের মেরামত কাজ করছিলেন। বুধবার দুপুরে কাজ করার সময় অসাবধানবশত পড়ে গেলে গুরুতর আহত হন তিনি। মুমূর্ষ অবস্থায় দুপুর আড়াইটার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।।