টেইলর সুইফট গানের চেয়ে ব্যক্তিগত জীবনেও আলোচনায় কম যাননা মার্কিন গায়িকা । আগামী ১০ নভেম্বর তার পরবর্তী অ্যালবাম ‘রেপুটেশন’ বাজারে আসছে। এটি তার ষষ্ঠ একক অ্যালবাম। এরই মধ্যে শুরু হয়েছে প্রচারণা।
সম্প্রতি মার্কিন গায়িকা নিজেই মিউজিক ভিডিওর টিজার শেয়ার করেছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে। আর এই ভিডিওটি দেখেই সবাই চমকে গিয়েছেন। কারণ ভিডিওতে তিনি যে পোশাকটি পরেছেন, সেটি না পরলেও যেন চলত- এমন মন্তব্য করছেন দর্শক।